বিশেষ সংবাদ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্রদের কোটার পাশাপাশি ভোট ও গণতন্ত্রের জন্যও লড়াই করতে হবে। মেধাবীরা উঠে আসতে না পারায় দেশ ডুবছে। আবার বৃষ্টির পানিতেও ডুবছে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন, কোটা নিয়ে সরকার ছাত্রদের আদালত দেখালেও আদালত আবার সরকারকে দেখিয়ে দিয়েছে।
যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও ১ দফা দাবি ঘোষণার বর্ষপুর্তিতে জাতীয় প্রেসক্লাবে শুক্রবার (১২ জুলাই) আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, শুধু কোটার সংস্কার নয় সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার করা না গেলে রাষ্ট্রের উন্নয়ন হবে না। তারা বলেন, সাত জানুয়ারি সরকারকে বিদায় দিতে না পারলেও নির্বাচন বর্জন করে জনগণ গণঅনাস্থা দেখিয়েছে সরকারকে। এখন রাজনৈতিক এই গুমোট হাওয়া থেকে মুক্তির একমাত্র উপায় সরকারকে বিদায় করা।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে সকল রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার পরিবর্তন হলে জনগণের যে পরিবর্তন আসবে তার নিশ্চয়তা দিতে হবে।
৩১ দফা দাবিতে যা আছে তা জনগণকে বোঝাতে পারলে আজকের আন্দোলন পরিপূর্ণতা পাবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তথ্যসূত্র-বাংলাভিশন
Leave a Reply