বিশেষ সংবাদ:
`অবৈধ বিয়ে’ মামলায় অব্যাহতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। শনিবার (১৩ জুলাই) এ বিষয়ে রায় দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের দল ও আইনজীবীরা।
২০২২ সালের এপ্রিলে ক্ষমতা থেকে সরানোর পর ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা দেয়া হয়। কয়েকটি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। এসব মামলার মধ্যে বুশরা বিবির সঙ্গে বিয়ে সংক্রান্ত মামলা একটি।
২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান। এটা তার তৃতীয় বিয়ে। এই বিয়ের জন্য গত বছর ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলা করেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা। মামলায় মানেকা অভিযোগ করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার (ইদ্দত) না হতেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি।
পাকিস্তানের জাতীয় নির্বাচনের মাত্র পাঁচদিন আগে গত ৩ ফেব্রুয়ারি মামলার রায় দেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বসানো একটি অস্থায়ী আদালত। রায়ে বলা হয়, ইদ্দতের সময় পূর্ণ না করে ইমরান ও বুশরা শরিয়াহ আইন লঙ্ঘন করেছেন।
রায়ে কারাবন্দি ইমরান খান ও বুশরা বিবির বিয়েকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে তাদের উভয়কে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে মোটা অঙ্কের অর্থও জরিমানা করা হয়।
ওই মামলার সাজা স্থগিত চেয়ে আদালতে আবেদন করেন ইমরান ও বুশরা। গত মাসে (২৭ জুন) ইসলামাবাদের স্থানীয় একটি আদালত এ সম্পর্কিত এক রায় দেন। তাতে বিয়ে সংক্রান্ত মামলায় সাজা স্থগিত চেয়ে ইমরান খান ও বুশরা বিবির আবেদন খারিজ করে দেয়া হয়।
তবে দুই সপ্তাহের মাথায় শনিবার আদালত বলেছেন, ‘ইমরান খান ও বুশরা বিবি উভয়ের আপিল গ্রহণ করা হয়েছে।’ খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের একজন সিনিয়র কর্মকর্তা জুলফি বুখারি বলেন, অভিযোগগুলো খারিজ করা হয়েছে। আর খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা এক এক্স বার্তায় বলেন, ‘ইমরান খান ও বিবি সাহিবাকে অব্যাহতি দেয়া হয়েছে।’
মোট চারটি মামলায় কারাদণ্ড দেয়া হয় ইমরান খানকে। এর মধ্যে একটি ছিল অবৈধ বিয়ের অভিযোগে। আগের তিনটি মামলা থেকে এরই মধ্যে তাকে অব্যাহতি বা রায় বাতিল করা হয়েছে। এবার বিয়ের মামলায়ও অব্যাহতি দেয়া হলো।
তবে এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান। আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ২০২৩ সালের মে মাসে সমর্থকদের দাঙ্গার উসকানি দেয়ার অভিযোগে চলতি সপ্তাহে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত তার জামিন আবেদন বাতিল করেন। আইনজীবী ইন্তাজার হুসেন পাঞ্জুথা বলেছেন, খান আজ (শনিবার) খালাস পেলেও তাকে মুক্তি দেয়া হবে না।’
তথ্যসূত্র-সময় নিউজ টিভি
Leave a Reply