বিশেষ প্রতিবেদন :
সারাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ছয়জনের জানাজা সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক দল গায়েবানা জানাযার আয়োজন করে। গতকাল আন্দোলনে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের জানাজা তার রংপুরে নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরামের জানাজা চট্টগ্রামের বাকুলিয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা এবং কফিন বহন করার কর্মসূচি পুলিশের বাধায পন্ড হয়ে যায়। দুপুর তিনটার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকা হয়ে ভিসি চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল মেরে সবাইকে সরিয়ে দেয়।
রংপুরেও গায়েবানা জানাজা করার সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাদে।
ফেনীতে দুপুর বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল শুরু করলে টাঙ্ক রোড এলাকায় ছাত্রলীগ এবং পুলিশ আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে প্রায় অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়। এর কিছুক্ষণ পরে ছাত্রদল শহরের বড় বাজার হতে একটি মিছিল নিয়ে টাংঙ্ক রোডে ওঠার চেষ্টা করে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠি পেটা করে দুপুর দুইটা নাগাদ ছাত্রদল ছাত্রভঙ্গ হয়ে যায়।
চট্টগ্রামে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এত উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাঃ শাহাদাত হোসেন, ইয়াসিন চৌধুরীর লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, সিলেট, খুলনা, বগুড়া, রাজশাহী সহ বিভিন্ন স্থানে দিনভর পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যায় ।
Leave a Reply