সরেজমিন প্রতিবেদন :
১৮ জুলাই বৃহস্পতিবার সারাদেশে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ হয়। এতে বিপুল সংখ্যক ছাত্র নিহত এবং আহত হয়। দেশের কোন গনমাধ্যম এখনো নিহতের সঠিক সংখ্যা নিরুপন করতে পারেনি।
এ সকল হত্যা কান্ডের প্রতিবাদে শুক্রবার সারাদেশের ন্যায় ফেনীতেও ব্যাপক রাজনৈতিক উত্তাপ বিরাজ করে।জুমার নামাজ এর পর হত্যাকান্ডের প্রতিবাদে মিছিল শুরু করে বিএনপি। ফেনীর বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর মিছিল টি শহরের ট্রাঙ্ক রোডে উঠার চেষ্টা করলে পুলিশের বাঁধার মুখে পড়ে।এ সময় নেতা কর্মী দের উদ্দেশ্য করে বক্তৃতা প্রদান করেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলাল উদ্দিন আলাল।
অন্যদিকে জহিরিয়া মসজিদ থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামী। শহীদ মিনারের সামনে গিয়ে মিছিল টি জড় হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
বিকাল সাড়ে চারটার দিকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। মিছিলটি যখন বড় মসজিদ এলাকায় তখন তারা সড়ক দখল করে স্লোগান দিতে থাকে। পুলিশ তাদেরকে ঐ স্থান ত্যাগ করতে বললেও তারা কর্ণপাত করেনি। কিছু সময় পর পুলিশ লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলন কারীদের সংঘর্ষ বাঁধে।এ সময় পলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট ব্যাবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে পুলিশের এপিসি এনে এবং র্যাব ও বিজিবির সাহায্য নিয়ে পরিস্থিতি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নিয়ন্ত্রণে আনা হয়। এ সংঘর্ষ চলাকালে পথচারী,সাংবাদিক, পুলিশ ও আন্দোলন কারীসহ ৫০ জনের অধিক আহত হয়।
Leave a Reply