সরেজমিন প্রতিবেদন :
১৯ জুলাই দিবাগত রাতে অথ্যাৎ ২০ জুলাই রাত ১২.০০ টা এক মিনিটে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়। তার অংশ হিসাবে ফেনী জেলা ও কারফির আওতায় পড়ে। বিভিন্ন স্থানে ছাত্র জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। ফেনী জেলার ফেনী শহরের বড় বাজার এলাকায় বিকাল ৫ টার দিকে ছাত্র রা কারফিউ ভঙ্গ করার জন্য জড় হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ ধাওয়া করলে ছাত্ররা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে অবস্থান নিতে থাকে। শুরু হয় ছাত্রদের সাথে পুলিশ এর ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ছাত্ররা ইট, পাথর মেরে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। ছাত্রদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ। পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও ছড়া গুলি ব্যাবহার করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।সংঘর্ষ পুরো বড় বাজার, পানির টাঙ্কি এলাকা,রামপুর,পুলিশ কোয়ার্টার, শাহিন একাডেমি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর রামপুর রাস্তার মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিকেলে সাড়ে পাঁচ টা থেকে এ সংঘাত রাত ৮ টা পর্যন্ত চলে। এ সময় পুলিশ এপিসি র সাহায্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। রাত আটটার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে রাতভর অভিযানে ২ মামলায় মোট ৪৩ জনকে আটক দেখানো হয়।
Leave a Reply