বিশেষ প্রতিবেদন :
গতকাল রাতের ঘোষণা অনুযায়ী আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। এ কর্মসূচি পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫০ জনের অধিক সারাদেশে গ্রেফতার হয়েছে। সকালে বিক্ষোভ মিছিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। এসময় হজার খানেক ছাত্রের এ মিছিল পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। মিছিল টি বিশ্ববিদ্যালয়ের প্রধান পটকে এসে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এ আনে।
কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করা হয়েছে নোয়াখালীতে। নোয়াখালী জেলার বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী রা মাইজদী কোট এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করার জন্য জামাল খান এলাকায় ছাত্র ছাত্রীরা জড় হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ এর সাথে সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের।এ সময় পুলিশ বেশ কয়েক জন আন্দোলন কারীকে আটক করে।
এছাড়া সিলেট, খুলনা,বরিশাল, রংপুর ও ময়মনসিংহে ও বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে। রাজধানী ঢাকায় উত্তরা,ধানমন্ডি, পল্টন, প্রেসক্লাব, বাড্ডা ও শনিরআখড়া এলাকায় আন্দোলন কারীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এসব স্থান থেকে ২৫ জনের মত আন্দোলনকারীকে আটক করা হয়।
Leave a Reply