বিশেষ সংবাদ :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ছয় শীর্ষ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়। এর মধ্যে একটি আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে দায়িত্ব থেকে বদলি করা হয়েছে।
তাঁর জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
এ ছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। অপর আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ), যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে যুগ্ম কমিশনার (গোয়েন্দা উত্তর), যুগ্ম কমিশনার (গোয়েন্দা উত্তর) খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশনস) হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পান। তার আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয় তাঁকে। এর আগে তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)।
পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন।
সমপ্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েকজন সমন্বয়ককে ‘নিরাপত্তা হেফাজতে’ নেওয়ার পাশাপাশি তাঁদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ। গত সোমবার বিক্ষোভকারীদের বিষয়ে একটি রিট আবেদনের শুনানিতে প্রসঙ্গটি উঠলে হাইকোর্ট বলেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মসকরা কইরেন না। যাকে নেন ধরে, একটি খাবার টেবিলে বসিয়ে দেন।’
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ১৪ দলের নেতারাও কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে হারুনের খাওয়ার ছবি ফেসবুক পেজে পোস্ট করা নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাঁর বিষয়ে আলোচনা ছিল।
নতুন ডিবি প্রধান মহা. আশরাফুজ্জামান বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্য সূত্র – কালেরকন্ঠ
Leave a Reply