বিশেষ প্রতিবেদন :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর গতকালকের গঠিত কর্মসূচি অনুযায়ী আজ সারাদেশে রিমেম্বার দ্যা হিরোস কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা।
এদিকে একই দিনে ঢাকায় দিনটির স্মরণে কর্মসূচি পালন করেছে অভিনয় শিল্পীরা। এ সমাবেশে যোগদান করে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, বাঁধন, সিয়াম, অমিতাভ রেজা সহ আরো অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। তারা সকলেই ঘটে যাওয়া এ আন্দোলন নির্মূল করার জন্য সরকার যে কর্মকান্ড পালন করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে যারা এ হত্যাকান্ডর সাথে জড়িত তাদের বিচারের দাবি করেন।
এদিকে দিনটির স্মরণে প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয় ময়মনসিংহে। দুপুর থেকে ময়মনসিং টাউনহলে ছাত্র জনতার ঢল নামে। সেখানে প্রতিবাদ কর্মসূচি থেকে নানারকম স্লোগান দেয়া হয় সরকারের পদত্যাগের দাবি করা হয়।
একইভাবে কর্মসূচি পালন করা হয়েছে নোয়াখালীতে নোয়াখালীর মাইজি কোট এলাকায় হাজার হাজার ছাত্র জ্বর হবে স্লোগান দিতে থাকে । তারা সেখান থেকে। সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে এবং সরকারের পদত্যাগ দাবি করে। একইভাবে উক্ত কর্মসূচি পালনের জন্য মিছিল করা হয়েছে রাজশাহী, ঠাকুরগাঁও, বগুড়া, রংপুর, লালমনিরহাট, টাংগাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং ভোলা। প্রতিটি কর্মসূচি থেকেই অনতিবিলম্বে সারাদেশে যৌথবাহিনী ব্লক রেইট পরিচালনা করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিনা অপরাধে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দেয়ার জোর দাবি জানানো হয়।
Leave a Reply