বিশেষ প্রতিবেদন :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকালের ঘোষণা অনুযায়ী আজ সারাদেশে ছাত্র জনতার গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত জেলা শহরে পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানী ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ,পল্টন, সাইন্স ল্যাব, প্রেসক্লাব, ধানমন্ডি, শনির আখড়া, বাড্ডা, উত্তরা, মিরপুর, কারওয়ান বাজার সহ পুরো শহরে এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে চিকিৎসক, বুদ্ধিজীবী, অভিনয় শিল্পী, ছাত্র, শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সকল সমাবেশ থেকে সরকারকে পদত্যাগ করার আহবান জানানো হয়।মিছিল থেকে সরকার বিরোধী স্লোগান দেয়া হয়।
চট্টগ্রামে জুমার নামাজের পরে আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে ছাত্র জনতা বিশাল মিছিল বের করে। মিছিলটি আন্দরকিল্লা থেকে শুরু করে লালদীঘি, নিউমার্কেট, টাইগার পাস, জিইসি, ষোল শহর, বদ্দারহাট, চকবাজার অর্থাৎ পুরো শহরে ছড়িয়ে পড়ে। মিছিল থেকে এক দফা দাবি জানানো হয়।
ফেনীতে জুমার নামাজের পরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ে। খন্ড খন্ড মিছিল নিয়ে তারা শহরের টাংম্ক রোডের খেজুরতলা জ্ড় হতে থাকে। এ সময় হাজার খানেক ছাত্র ছাত্রী এবং জনতা মিলেমিশে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয়।
একই দাবিতে নোয়াখালীতেও মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি শহরের চৌমুহনী মাইজদিকোট প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করে। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে ছাত্র জনতা। এছাড়া সারা দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার মিছিলের খবর পাওয়া গেছে। কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ। টাঙ্গাইল, শেরপুর, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, খুলনা, বাগেরহাট, যশোর, রাজশাহী, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলাতে ছাত্র জনতা মিছিল করেছে। মিছিল থেকে এক দফা দাবিতে সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে।
Leave a Reply