সরেজমিন প্রতিবেদন :
আজ দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকাল ঘোষিত কর্মসূচি ছিল অসহযোগ আন্দোলন। এ আন্দোলনের সমর্থন এ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কারীদের সাথে পুলিশ ও আওয়ামীলীগ এর সংঘর্ষ হয়। এ সকল সংঘর্ষ এ শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৫ জন নিহত হয়েছে।
চট্টগ্রামে সকাল থেকে নিউমার্কেট এলাকায় জড় হতে থাকে আন্দোলনকারীরা।বেলা ১২ টার দিকে আন্দোলন কারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ এর সংঘর্ষ বাঁধে।সংঘাত এ ১ জন নিহত ও ৩০ জনের মত আহত হয়।
ফেনীতে আন্দোলনকারীরা সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেয়। বিভিন্ন রকমের স্লোগান ও গানে তারা চারপাশ মুখরিত করে তোলে। দুপুর ২ টার দিকে হঠাৎ এস এস কে রোডের ট্রাঙ্ক রোড প্রান্ত হতে পুলিশ এবং আওয়ামী লীগের নেতা কর্মী রা মিছিল নিয়ে মহিপাল ফ্লাইওভারের দিকে আসতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ অল্প সময়ের মধ্যে চৌধুরী বাড়ী রোড,সার্কিট হাউজ রোড,হাজারি রোড,পাঁচগাছিয়া বাজার, এবং খাগড়াছড়ি বাস স্টান্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সংঘাত সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলছে।
এ সংঘাত এ মোট আট জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া কুমিল্লা জেলায় সংঘাতে ২ জন, লক্ষীপুরে ৮ জন, চাঁদপুরে ১ জন, বি বাড়িয়াতে ২ জন,সহ সারা দেশে মোট ৩৫ জন আন্দোলন কারী নিহত হয়েছে।
অন্য দিকে সিরাজগঞ্জের একটি থানায় হামলা চালানো হলে ১৩ জন পুলিশ নিহত হয়। একই জেলার রায়গঞ্জ এ ৪ জন আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। নরসিংদীতে আন্দোলন কারীদের হামলায় চেয়ারম্যান সহ ৬ জন আওয়ামীলীগ কর্মী নিহত হয়েছে।
Leave a Reply