সরেজমিন প্রতিবেদন :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকাল এর ঘোষণা অনুযায়ী আজ সারাদেশের ছাত্র জনতা ঢাকা অভীমুখে লং মার্চ শুরু করে।সকাল থেকে পুরো রাজধানী দখলে নেয় ছাত্র জনতা। বিভিন্ন স্থানে ছাত্রদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংগাত হয়। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি বুঝে দুপুর ২ টার সময় জাতির উদ্দেশ্যে সেনাবাহীনির প্রধান ভাষন দেয়ার ঘোষণা আসে। পরবর্তীতে বিকাল ৪ টা বাজে জাতির উদ্দেশ্যে ভাষন দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তার ভাষন থেকে এটা প্রতিয়মান হয় যে,প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। একই সাথে বিলুপ্ত করা হয়েছে মন্ত্রী পরিষদ।
এর আগে থেকেই যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হতে থাকে যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তখন থেকেই দেশের বিভিন্ন জেলায় মানুষ রাস্তায় নেমে আসে এবং উল্লাস প্রকাশ করতে থাকে। জনগনের এ বিজয় উল্লাস এরপর ছাত্র আন্দোলনের নেতারা জনগণকে শান্ত থাকার আহ্বান জানায়। যতক্ষণ পর্যন্ত না ছাত্র হত্যার বিচার না হয় ততদিন পর্যন্ত সর্তক থাকার আহ্বান জানান।
এ দিকে সেনাপ্রধান এর ঘোষণা অনুযায়ী নতুন সরকারের রূপরেখা কি হবে তা নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে এর দিকে রওনা হন। নতুন সরকার কি ভাবে পরিচালিত হবে এ বিষয় এ করনীয় ঠিক করতে রাষ্ট্রপতির সাথে আলোচনা চলছে বিশিষ্ট জনদের। শেষ খবর পাওয়া পর্যন্ত ভঙ্গবভনে বৈঠক চলছিল।
Leave a Reply