সরেজমিন প্রতিবেদন : ৭ জানুয়ারীর নির্বাচনে মোট ২৯৮ আসনে ভোট গ্রহন করা হয় । আওয়ামীলীগ ২২২ আসন,স্বতন্ত্র ৬২ আসন ,জাসদ ১ টি আসন, জাতীয় পার্টি ১১ আসন, কল্যাণ পার্টি ১টি আসন, ওর্য়াকাস পার্টি ১ টি আসন লাভ করে ।
ভোটে অংশ নেয়া ২৫ টি দল কোনো আসন পায়নি । দল গুলো হলো বিকল্প ধারা বাংলাদেশ,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি , বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেসন , বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনালীস্ট ফ্রন্ট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, গণফ্রন্ট, জাকের পার্টি, জাতীয় পার্টি( জে.পি.) ,জাতীয় সমাজতান্ত্রীক দল, তৃণমূল বি.এন.পি. , ন্যাশনাল পিপলস পার্টি, ।
ভোটে অংশ নেয়া দল গুলোর দাবি সরকার তাদের সুবিধামত ভোট নিয়েছে । যেখানে সুষ্ঠ করলে তারা জিতবে সেখানে সুষ্ঠ করেছে । যেখানে সুষ্ঠ করলে তারা হারবে সেখানে অসুষ্ঠ করেছে ।
Leave a Reply