বিশেষ প্রতিবেদন :
রাঙ্গামাটি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে শহীদি মার্চ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা থেকে শহীদি মার্চ শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সরকারি কলেজে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ নিহতদের স্মরণে স্মৃতিচারণ করা হয়।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ উপলক্ষ্যে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। এসময় ছাত্ররা বিভিন্ন প্লাকার্ড হাতে স্লোগান দেয়।
পাবনা: পাবনায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি অ্যাডওয়ার্ড কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্টের শহীদ চত্বরে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ বিপ্লব হোসেন, বরকতুল্লাহ ফাহাদসহ অন্যরা।
কিশোরগঞ্জ: ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে কিশোরগঞ্জে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় কর্মকাণ্ড সূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিকভাবে হোক এমন প্রত্যাশার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের একপর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়।
শহীদি মার্চ: মিছিলের নগরী ঢাকা, নতুন দেশের প্রত্যয়শহীদি মার্চ: মিছিলের নগরী ঢাকা, নতুন দেশের প্রত্যয়
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।
Leave a Reply