বিশেষ প্রতিবেদন :
ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানার পর ভারী বর্ষণের কারণে ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে। এছাড়াও নিখোঁজ রয়েছেন প্রায় ১২৮ জন। বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাণহানির ঘটনা ছাড়াও কৃষিপ্রধান দেশটির কৃষি অবকাঠামোরও বিপুল ক্ষতিসাধন করেছে সুপার টাইফুনটি। ইয়াগির প্রভাবে দেশটির আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে বলে কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর এএফপি’র।
দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এ টাইফুনটিকে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে দুর্যোগ সংক্রান্ত দপ্তর।
গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। এর পরপরই বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের বিষয়ে সতর্ক করে স্থানীয় কর্তৃপক্ষ।
উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। লোকজনকে এসময়ে বাড়িতেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। হ্যানয়সহ উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।
নিমিষে ভেঙে পড়লো সেতু, তলিয়ে গেলো যানবাহননিমিষে ভেঙে পড়লো সেতু, তলিয়ে গেলো যানবাহন
স্থানীয় সময় রোববার হোয়া বিনহ প্রদেশে পাহাড় ধ্বসের ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হন। ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ওই ভূমিধ্বসের ঘটনা ঘটে।
এর আগে, চীনের হাইনানে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া নিয়ে আঘাত হানে টাইফুন ইয়াগি। সেখানেও হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
Leave a Reply