বিশেষ প্রতিবেদন :
সম্প্রতি দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে গত ০৪ আগস্ট ২০২৪ ইং তারিখে ভিকটিম মোঃ ইব্রাহিম (১৯) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন। এসময় বাকলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী কথিত যুবলীগ নেতা মোঃ সাদ্দাম সহ আরো ২৫-৩০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ আমতল মোড় সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। এসময় ভিকটিমের দুই বন্ধু এবং অজ্ঞাতনামা কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করতে গেলে আসামিরা তাদেরকেও মারপিট করে। মারামারির একপর্যায়ে মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাদ্দাম তার হাতে থাকা বাটাম দিয়া ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার চেষ্টা করলেও ভিকটিমের সতর্কতার ফলে ভিকটিম কোমরে আঘাত প্রাপ্ত হয়ে জখম হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর সকল আসামি তাকে বেধরক মারপিট করতে থাকে। এসময় ভিকটিমের আর্তচিৎকারে আশপাশের অন্যান্য ছাত্ররা সহায়তার জন্য এগিয়ে আসলে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
উক্ত ঘটনায় ভিকটিম মোঃ ইব্রাহিম বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ০৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০/৩৬৬, তারিখ- ০৫ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/৩২৩/
৩০৭/৫০৬, দ্য পেনাল কোড, ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাদ্দাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক ২২০৫ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বাকলিয়া থানার কথিত যুবলীগ নেতা দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ সাদ্দাম (৪০), পিতা- মৃত আলী আজম, সাং- পশ্চিম এওয়াজপুর, থানা- চর ফ্যাশন, জেলা- ভোলা, বর্তমানে- চাক্তাই, থানা- বাকলিয়া, চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা সংক্রান্তে আরো ০১টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply