বিশেষ প্রতিবেদন :
কক্সবাজারের চৌফলদন্ডীর মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনী, র্যাব, বিজিবির যৌথ নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদন্ডি মাঝেরপাড়া এলাকার জনৈক জিয়ার বাড়িতে অস্ত্রের মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর বস্তাবন্দি ১টি এক নলা লম্বা বন্দুক, তিনটি এলজি, সাতটি কার্তুজ, সাতটি চাপাতি, ৫০ গ্রাম গাঁজা এবং গুরুত্বপূর্ণ দলিল দস্তাদি জব্দ করা হয়। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Leave a Reply