বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে জাহাজটি বন্দরের ইস্টার্ন রিফাইনারি ঘাটে অপরিশোধিত জ্বালানি তেল খালাস করছিল। পরে বেলা ১১টার দিকে আগুন ধরে যায়। পরে সেখান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইস্টার্ন রিফাইনারির একটি সূত্র জানায়, সেখানে থাকা তিনজনের শরীর বিস্ফোরণে উড়ে গেছে। তাদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে, একজন এখনও নিখোঁজ। ধারণা করা হচ্ছে তিনিও বেঁচে নেই।
জাহাজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম (৪৫) ও ক্যাজুয়াল স্টাফ হারুন। এক্ষেত্রে খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম কিংবা হারুনের হওয়ার কথা।
Leave a Reply