বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে একই পরিবারের চারজন নিহত হন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাজল রেখা (২৫), নূরজাহান (৫০), শিরিনা (২৫) ও সাত মাসের শিশু নিহাত। তারা সবাই একই পরিবারের সদস্য। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের আত্মীয় আমেনা খাতুন বলেন, সীতাকুণ্ড থেকে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য খৈইয়াছড়া এলাকায় আসেন তারা। ঝর্ণার কাছে দাঁড়ালে পেছন থেকে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা সবাই সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও ড্রাইভার পালিয়ে যান।
Leave a Reply