বিশেষ প্রতিবেদন:
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল প্রোটিয়ারা। আজ আরও ৪ উইকেট হারালেও স্কোরবোর্ডে তুলেছে আরও ২৬৮ রান। ৬ উইকেটে ৫৭৫ রান করার পর ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।
২ উইকেটে ৩০৭ রান নিয়ে আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। গতকাল ২১১ বলে ১৪১ রান করে অপরাজিত থাকা টনি দে জর্জি আজ দিনের শুরুতেই ছাড়িয়ে যান দেড়শ রানের মাইলফলক। তাঁর সঙ্গী ডেভিড বেডিংহামও তুলে নেন নিজের ব্যক্তিগত অর্ধশতক। এ দুজনের জুটিতে রান পাহাড়ের লক্ষ্যে ছুটছিলো প্রোটিয়ারা। তবে তার আগেই লাগাম টেনে ধরেন তাইজুল ইসলাম।
বেডিংহামকে বোল্ড করে ১১৬ রানের জুটি ভাঙেন টাইগার এই স্পিনার, এরপর দ্রুতই আরও ২ উইকেট নেন তিনি, ফলে মধ্যাহ্নবিরতির আগে ৩ উইকেট পায় বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা লাঞ্চে যায় ৫ উইকেটে ৪১৩ রান নিয়ে।
বিরতি থেকে ফেরার পর আরও ১ উইকেট হারায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার প্রথম ৫ উইকেটের সবকটিই নিয়েছিলেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটটি নেন পেসার নাহিদ রানা। তাঁর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দয়ে সাজঘরে ফিরেন রায়ান রিকেলটন। এরপর ক্রিজে মুল্ডারের সঙ্গী হন মুথুস্বামী। এ দুজনই পরে দলের হাল ধরেন।
মুথুস্বামী-মুল্ডার জুটিই পরে প্রোটিয়াদের পথ দেখিয়েছেন। এ দুজন মিলে টাইগার বোলারদের সামলে চা বিরতির আগে গড়েছেন ১০৪ রানের জুটি। বিরতি থেকে ফেরার পর নিজের শতক তুলে নেন মুল্ডার। এরপরই ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। মুল্ডার অপরাজিত ১০৩ রানে, মুথুস্বামী অপরাজিত ছিলেন ৬৮ রানে।
Leave a Reply