বিশেষ প্রতিবেদন :
আগামী ২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে যুব এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে জাপান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
উদ্বোধনী দিনে আফগানদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। নেপালের বিপক্ষে ম্যাচটি হবে ১ ডিসেম্বর। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দলটি ৩ ডিসেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে। বাংলাদেশের সব গ্রুপ ম্যাচের ভেন্যু দুবাই।
‘বি’ গ্রুপে খেলায় দুবাইতে ৩০ নভেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে দুটি সেমিফাইনাল। একটির ভেন্যু দুবাইয়ে, আরেকটির শারজাহ। এরপর ৮ ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।
Leave a Reply