বিশেষ সংবাদ :
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন। এক জন কর্মী নিখোজ রয়েছেন ।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খাগাড়ছড়ির মহালছড়ির দুর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।
পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন।
এ ঘটনায় ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। দুজনকে হত্যা করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ। ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেছেন তিনি।
Leave a Reply