বিশেষ প্রতিবেদন :
নগরীতে অটোরিকশা চলাচল নিয়ে আজ উচ্চ আদালতে নতুন নির্দেশনা আসতে পারে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, আদালতের রায় অনুযায়ী অটোরিকশা চলাচলে ব্যবস্থা নেয়া হবে।
আজ রোববার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ সদস্য।
যারা মিথ্যা ও হয়রানি মূলক মামলা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৈঠকে বিজয় দিবসের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশ্ব ইজতেমাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
Leave a Reply