1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত হলো বাংলাদেশের দুই ম্যাচের সূচি বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী-মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন: দুদক চেয়ারম্যান আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে: পররাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে বড় জমায়েত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বদলে গেলো যমুনা নদীতে নবনির্মিত রেলসেতুর নাম আরাকান আর্মির সঙ্গে আমরা দর কষাকষি করতে পারি না: পররাষ্ট্র উপদেষ্টা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও বড় বাজেট যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ ঠেকাতে শেষমেশ বিল পাস করল প্রতিনিধি পরিষদ অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে, নিয়ন্ত্রণে আনতে হবে: ডিএমপি কমিশনার উপদেষ্টা হাসান আরিফ আর নেই

বিদেশে টাকা পাচার করতেন মেয়েকে দিয়ে, অঢেল সম্পদের মালিক তাপস

  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বেসরকারি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। নিজেকে পরিচয় দিতেন গায়ক, সুরকার আবার কখনো সংগীত পরিচালক হিসেবে। তার প্রতিষ্ঠানে রাতভর চলত আড্ডা, গান ও নানা আয়োজন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, মন্ত্রীদের সেই আড্ডার মধ্যমণি হতেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী।

দেশের একটি বেসরকারি টেলিভিশনের কর্মচারী তাপস মূলত স্ত্রীর হাত ধরেই রাতারাতি একের পর এক সিঁড়ি টপকান। সামান্য একজন তবলা বাদক থেকে হয়ে ওঠেন সংস্কৃতি অঙ্গনের মিডিয়া মাফিয়া। মন্ত্রী ও আমলাদের খুশি রাখতে কথিত মডেল ও সুন্দরী নারী ছিল তার হাতিয়ার। এতেই কোটিপতি তাপস। এক সময়ের মধ্যবিত্ত পরিবারের ছেলেটি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও সম্পদের পাহাড় গড়েছেন। লন্ডনে তার বিলাসবহুল বাড়ি ছাড়াও রয়েছে একাধিক ফ্ল্যাট।

জানা গেছে, দেশের সংগীতাঙ্গনে তাপস একটি ‘রহস্যময়’ চরিত্রের নাম। একসময় যিনি ছিলেন একটি বেসরকারি টেলিভিশনের সামান্য কর্মচারী, কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে যান একটি চ্যানেলেরই মালিক। এসবের পেছনে তার চতুরতা যেমন ছিল, একইভাবে ছিল ‘জাদুর কাঠি’র ব্যবহার। স্ত্রীর হাত ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে সেই প্রভাব আরও বাড়ান তাপস।

গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের সব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব ছিল এই সংগীত মাফিয়ার হাতেই। যার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে আয়োজিত লাল-সবুজের মহোৎসব, মুজিববর্ষের অনুষ্ঠান অন্যতম। এ দুটি আয়োজন থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাপস।

এসব কাজে অধিকাংশ সময়ই তাপস ব্যবহার করতেন তার জাদুর কাঠি ‘ফারজানা মুন্নি’ ও গান বাংলা চ্যানেলের নাম করে বিদেশ থেকে আমদানি করা সুন্দরী তরুণীদের। স্ত্রী মুন্নির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সখ্য, বিশেষ করে শেখ হাসিনার ‘আস্থাভাজন’ পরিচয় কাজে লাগানো ও বিদেশি তরুণীদের দিয়ে ‘মনোরঞ্জনের’ ব্যবস্থা করা ছিল এই ধূর্ত মিডিয়া মাফিয়ার অন্যতম হাতিয়ার।

প্রশাসন ও মন্ত্রীদের ব্যবহার করে তাপস শুধু প্রভাব অর্জন করেননি, সেই প্রভাব ব্যবহার করে প্রতারণা করেছেন সংস্কৃতি অঙ্গনের বহু মানুষের সঙ্গে। অনেকে লোকলজ্জার ভয়ে মুখ খুলতে চান না।

নাম প্রকাশ না করার শর্তে এক তরুণ পরিচালক তাপসের প্রতারণা ও উত্থানের বিষয়ে বলেন, ‘তাপসকে আমি ২০০৮ সাল থেকে চিনি। সে একটা সময়ে কারওয়ান বাজারে একটি টেলিভিশনের তবলা বাদক ছিল। তাপস অনেক চালক। তার মূলত দুটি হাতিয়ার। একটি হলো মানুষকে কনভেন্স করা, অপরটি নারী সাপ্লাই। সে গানটা ভালো গাইতে পারে। ব্যাস, এতেই তার এতো ক্ষমতা অর্জন।’

অভিযোগ আছে, গান বাংলার নাম করে ইউক্রেন ও বিশ্বের কয়েকটি দেশ থেকে নারী এনে তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত করাতেন তাপস। এভাবে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি-বেসরকারি, আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি।

বয়সে বড় ফারজানা মুন্নিকে সন্তানসহ বিয়ে করেন তাপস। মুন্নিকে বিয়ের আগে তার বড় মেয়ে নাজিস আরমানকে প্রাইভেট পড়াতেন তাপস। সেই সূত্রে গড়ে ওঠে পরকীয়া, যা একপর্যায়ে বিয়েতে গড়ায়। বিয়ের পর নিজেদেরকে মিডিয়ার ‘পাওয়ার কাপল’ হিসেবে প্রতিষ্ঠিত করেন তাপস-মুন্নি। যেকোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে সাংস্কৃতিক আয়োজন— সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করতে শুরু করেন এই দম্পতি।

২০২২ সালের মার্চে নিষেধাজ্ঞা ও দেশের ইসলামি দলগুলোর বিরোধিতা সত্ত্বেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাক্তন পর্ন তারকা ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনকে ঢাকায় আনেন তাপস। সেসময় তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি।

কিন্তু মেয়ের বিয়েতে এই বলিউড তারকাকে নাচাবেন বলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই সানি লিওনকে ঢাকায় নিয়ে আসেন তাপস। ১৩ ঘণ্টার সফর শেষে কোনো বাধা-বিপত্তি ছাড়াই দেশ ছাড়েন সাবেক এই কানাডিয়ান পর্ন অভিনেত্রী।

জানা গেছে, তাপসের স্ত্রী মুন্নীর আগের সংসারের মেয়ে নাজিস আরমান লন্ডনে থাকেন। কাজ করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যক্তিগত সহকারী হিসেবে। তার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ের পাশাপাশি অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কাজ করেন।

বৈষম্যবিরোধীদের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার পাশে থাকতে বর্তমানে ভারতে অবস্থান করছেন তার মেয়ে পুতুল। তাপসের কথিত মেয়ে নাজিসও সেখানে আছেন বলে একটি সূত্রের খবর। অভিযোগ আছে, বিউটিশিয়ান স্ত্রী মুন্নী ও গান বাংলার তাপস মিলে বিপুল পরিমাণ টাকা লন্ডনে পাচার করেছেন। দেশের বিভিন্ন সরকারি অনুষ্ঠান আয়োজনে বিদেশি শিল্পী আনার নামে এসব টাকা পাচার করেন তারা।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেওয়া তাপস একটা সময়ে একটি টিভি চ্যানেলে কর্মচারী থাকলেও এখন অঢেল সম্পদের মালিক। বিদেশে বিলাসবহুল বাড়ি কেনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে তার বিনিয়োগ রয়েছে। যার দেখভাল করেন তার কথিত মেয়ে নাজিস আরমান ও তার স্বামী সালমান বেগ। মেয়ে ও মেয়ের জামাইকে দিয়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাপস।

বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তাপসের লন্ডনের বাড়ির ছবি ও ঠিকানা এসেছে এই প্রতিবেদকের কাছে। জানা গেছে, কয়েক কোটি টাকা মূল্যে লন্ডনের অ্যাসেক্স এলাকার মেমোরিয়াল হাইটে তার একটি বহুতল বাড়ি রয়েছে। যেটি দেখাশোনা করেন মেয়ে নাজিস ও তার স্বামী। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com