বিশেষ প্রতিবেদন :
র্যাবে বহুল আলোচিত আয়নাঘর ছিল বলে জানিয়েছেন সংস্থাটির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র্যাবে আয়নাঘরের যে বিষয়টি এসেছে; সেটা ছিল, আছে…।’ কমিশনের নির্দেশে সেটা অপরিবর্তিত রাখা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
র্যাবে আয়নাঘর, গুম, খুনসহ যত অভিযোগ ছিল কমিশন তার তদন্ত করছে বলে জানিয়ে র্যাবের ডিজি বলেন, র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি। আমরা মনে করি, তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়নাঘরের বিষয়ে প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘরসহ যে যা অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনও পরিবর্তন, পরিবর্ধন করিনি। যা যে অবস্থায় ছিল, সে অবস্থায় রাখা হয়েছে।’
Leave a Reply