বিশেষ প্রতিবেদন :
গত ১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার জেরে অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি স্বাস্থ্য সহায়তার আবেদন করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গাজার স্বাস্থ্য পরিস্থিতি:
ইসরাইলের অবিরাম হামলার কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান জানিয়েছেন, তাদের তত্ত্বাবধানে ১০,০০০ ক্যান্সার রোগী রয়েছে। যাদের মধ্যে ২,৫০০ শিশু রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে।
গত ছয় মাসে কোনো রোগী বা আহত ব্যক্তিকে গাজার বাইরে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়নি বলেও অভিযোগ করেন আল-দাকরান।
তিনি বলেন, দখলদার ইসরাইলি বাহিনীর অবরোধের কারণে গাজায় চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।
হামাসের দাবি:
হামাস তাদের বিবৃতিতে বলেছে, গাজায় ইসরাইলের কার্যক্রম মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জাতিগত নিধনের সমতুল্য। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতাকেই প্রতিফলিত করে।
এমতাবস্থায় আরব এবং মুসলিম দেশগুলোর সমন্বয়ে গাজার জনগণের সহায়তার জন্য একটি কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছে হামাস।
সেই সঙ্গে গাজার চলমান মানবিক সংকট আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে সংগঠনটি। সূত্র: মেহের নিউজ এজেন্সি
Leave a Reply