বিশেষ প্রতিবেদন :
যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন নগরী ও উপজেলার সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর থেকে জানা যায়।
কালাই (জয়পুরহাট): দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় কালাই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় কালাই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রশাসন, কালাই পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কালাই জিয়া পরিষদ, কালাই থানা ও পৌর বিএনপির এবং কালাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
সিরাজগঞ্জ: সূর্যোদয়ের সাথে সঙ্গে সিরাজগঞ্জ বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসয় তারা জাতির বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসের এম মনসুর আলী অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলখানা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু পরিবারে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার। এছাড়াও সকল মসজিদ, মন্দির ও গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিসব উপলক্ষ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি দিয়ে শুভ সূচনা হয়। পরে সকাল ৮টায় ঘোড়াঘাট উপেজলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে অস্থায়ী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ঘোড়াঘাট থানা, ফায়ার সার্ভিস, ঘোড়াঘাট সরকারি কলেজ, এনজিও পর্ষদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ও ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হাসান।
পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকাল ১০টায় পাঁচবিবি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচি উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এসময় বিপ্লবী ডা. আব্দুল কাদের চৌধুরী (পৌরপার্ক) স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা হয়। দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন, কালীগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। কালীগঞ্জ শিশু পার্ক প্রাঙ্গনে বিজয় মেলার উদ্ধোধন করেন তিনি। এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভাণ্ডারিয়া (পিরোজপুর): দিবসটি ঘিরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন আরাফাত রানা। এরপর একই স্থানে দিনব্যাপী বিজয়মেলার উদ্ধোধন করা হয়। মেলায় উপজেলায় উৎপাদিত বিশেষ পণ্য, শীতের পোশাক, বাচ্চাদের খেলাধূলার সামগ্রী, পিঠা, নকশী কাঁথাসহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যোদ্ধাহত পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ (বাগেরহাট): মহান বিজয় দিবসের সূচনায় বাগেরহাট মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষ্যে সকাল ৭টায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংস,পুলিশ প্রশাসন,বিএনপি ও এর অঙ্গসংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান।
মেহেরপুর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহের শহরের কলেজ মোড় সংলগ্ন স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিনের শুরুতে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। পরে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কোরআন পাঠসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাগেরহাট: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের দশানী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামরুল হাসান এবং পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এসময় বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের দাঁড়িয়ে নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রদান করা হয় গার্ড অব অনার। সবশেষ জেলা পরিষদের অডিটোরিয়ামে বিজয় মেলা উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া(গোপালগঞ্জ): দিবসটি ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌর সভার পক্ষ থেকে উপজেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্ত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply