1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফেনীর বালিগাঁও এর বক্সবাজার ঈদগাহ এর তুন কমিটি গঠন করা হয়েছে মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জন আটক তাইওয়ানের চার পাশে চীনের বড় আকারের সামরিক মহড়া জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে— রকিবুল ইসলাম বকুল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে বেড়িবাঁধ ভেঙে বিস্তর এলাকা প্লাবিত থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ বিশাল জয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বিশাল জয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ডিসেম্বরের শুরুতেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ফাইনালে উঠেছে টাইগ্রেসরা। নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে আজ (শুক্রবার) যুব এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপালের মেয়েরা। বৃষ্টির কারণে ম্যাচের গণ্ডি কমিয়ে ১১ ওভারে নামিয়ে আনা হয়। এরপর মূল কাজটা প্রথম ইনিংসেই সেরে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে নেপাল ৫৪ রান তোলে। বাংলাদেশ তাদের লক্ষ্য পেরিয়ে ৭ বল এবং ৯ উইকেট হাতে রেখে।

মাঝারি লক্ষ্য তাড়ায় বাংলাদেশের যেমন ব্যাটিং প্রয়োজন ছিল তেমনটাই করেছেন দুই ‍ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা। উদ্বোধনী জুটিতে দুজন মিলে ৭.২ ওভারে ৪৬ রান করেন। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে থাকা অবস্থায় আউট হয়ে যান ইভা। এর আগে ২১ বলে এক ছক্কায় তিনি ১৮ রান করেন।

ওয়ানডাউনে নেমে সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শুরু থেকে আরেকপ্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। ফলে ৯.৫ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। নেপালের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন কুসুম গোদার।

এর আগে টস হেরে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং তো করেছেনই, এর সঙ্গে নেপালিজ মেয়েরা নিজেদের কপাল পোড়ে চার রানআউটের ফাঁদে পড়ে। তাদের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। এ ছাড়া তাদের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ফলে ১১ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৪ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম।
.

এর আগে নিজেদের শেষ ম্যাচে ভারতীয় মেয়েরা শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে। যদিও পয়েন্ট টেবিলে তারাই আগে থেকে শীর্ষে ছিল। ফলে ফাইনালে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। আগামী রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে দুই দল মুখোমুখি হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com