1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান — মীর হেলাল ৪৭ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন: আইএসপিআর ৬৫ কোটি টাকার কাজ ১৩৫ কোটিতেও হচ্ছে না সেনাবাহিনী নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন, প্রতিবাদ আইএসপিআরের উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক অভিযান: আটক ০৪ জন থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত: ড. ইউনূস সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ইংরেজি নববর্ষ বা থার্টিফার্স্ট নাইট উদযাপন একটি অনর্থক কাজ এবং ক্ষেত্রবিশেষ বিভিন্ন রকম গুনাহের উপলক্ষ বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মাওলানা আবদুল মালেক।

তিনি বলেছেন, থার্টিফার্স্ট নাইট উদযাপন বিধর্মীদের সংস্কৃতি। তাই কোন মুসলমান এটি উদযাপন করতে পারে না। শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার বয়ানে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল মালেক বলেন, বর্ষপূর্তি পালন ইসলামের শিক্ষা নয়। ইসলাম আমাদেরকে প্রত্যেক দিন, প্রতি রাত এবং প্রতি মুহূর্তকে উদযাপন করতে বলে। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

হাদিসে এসেছে, যখন সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না। আর যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না। তাই ইসলামের নেয়ামত পেয়েও বিধর্মীদের সংস্কৃতি ধার নেওয়া আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা।

থার্টি ফাস্ট নাইট উদযাপনের ক্ষতিকর দিক নিয়ে তিনি বলেন, থার্টি ফাস্ট নাইটের এই উদযাপন পদ্ধতিও অনর্থক এবং অযৌক্তিক পদ্ধতি। আতশবাজি পোড়ানো ও প্রচন্ড শব্দে পটকা ফুটানোর কারণে হাসপাতলে অসুস্থ রোগীরা কষ্ট পায়, বাসা বাড়িতেও বয়স্ক এবং শিশুরা কষ্ট পায়। কোটি কোটি অর্থের অপচয় ঘটে। এমনকি সাম্প্রতিক সময় নারী ও শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই জনগণের কল্যাণ বিবেচনায় রাষ্ট্রের উচিত আইন করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিষিদ্ধ করা।

‘আসহাবে কাহাফের ঘটনা মুমিনের অনুপ্রেরণা’
রাষ্ট্রের দায়িত্বশীলদের সম্পর্কে তিনি বলেন, যদি রাষ্ট্র ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দ্বীনের সঠিক জ্ঞান থাকে, তাহলে তারা সবসময় শুধু জনগণের আগ্রহ ও চাওয়াকেই প্রাধান্য দিবে না; বরং তাদের প্রয়োজন ও উপকারকে প্রাধান্য দিবে। মানুষ যা করতে চায় তাই করতে দিলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হবে।

নববর্ষ পালনের অসারতা সম্পর্কে তিনি বলেন, অনেকে পুরনো বছরের হিসাব ও নতুন বছরের পরিকল্পনা সাজানোর জন্য নববর্ষ উদযাপনের কথা বলেন। এই কথাটি শুনতে ভালো লাগলেও বাস্তবে ভিত্তিহীন কথা।

তিনি বলেন, মুমিনের জীবন বছর ভিত্তিক নয়; দিন ভিত্তিক। এ জন্য আরবিতে দিন এবং রাতকে নতুন বলে অভিহিত করা হয়েছে। যেই দিন ও রাত চলে গেছে তা আর কখনো ফিরবে না। তাই প্রতিটি দিন এবং প্রতিটি রাতকেই মূল্যায়ন করতে হবে।

মাওলানা আবদুল মালেক বলেন, আমরা ‘সময়’কে সবচেয়ে বেশি অবহেলা করি। আজকাল করতে করতে এক সময় চুল দাড়িতে পাক ধরে। চুল এবং দাড়ি সাদা হওয়া জীবনের শেষপ্রান্তে উপনীত হওয়ার নিদর্শন। কিন্তু তা একদিনেই ঘটে না। আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে এবং আল্লাহ তায়ালা জীবনের যে নেয়ামত দিয়েছেন, তার যথাযথ হক আদায় করতে হবে।

আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, আল্লাহ রাত ও দিনকে সৃষ্টি করেছেন মানুষের শিক্ষা গ্রহণ এবং আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। হাদিসের শিক্ষা হলো, প্রতিদিন সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করা। সকাল সন্ধ্যার দোয়ার সারমর্ম হচ্ছে, আল্লাহর প্রতি আত্মনিবেদন এবং এবং তার হুকুম অনুযায়ী জীবন যাপন করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com