বিশেষ প্রতিবেদন :
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার পৃথক কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর এলাকা ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত দেবপুর, যশপুর এবং মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট এবং ভারতীয় কম্বল জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৫৪ হাজার টাকা। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।
ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আজকে ভোরে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল মালামাল জব্দ করা হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply