বিশেষ প্রতিবেদন :
টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক সূত্র ও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরপরই মুন্নী সাহার হিসাবে থাকা ১৩৪ কোটি টাকার মধ্যে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়। বর্তমানে তার হিসাবে স্থগিত রয়েছে মাত্র ১৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ইতোমধ্যে মুন্নী সাহার ব্যাংক হিসাব জব্দ করেছে। তদন্তে উঠে এসেছে, ওয়ান ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা গেছে, মুন্নী সাহার স্বামী কবির হোসেনের প্রতিষ্ঠান এমএস প্রমোশনের নামে ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় ২০১৭ সালে একটি হিসাব খোলা হয়। এর নমিনি ছিলেন মুন্নী সাহা। অন্যদিকে, চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় প্রাইম ট্রেডার্স নামে আরেকটি হিসাব খোলা হয়।
দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনও ব্যবসায়িক সম্পর্ক না থাকলেও বিভিন্ন তারিখে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর হয়েছে।
– ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর এমএস প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে তিনটি চেকের মাধ্যমে ৫৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর করা হয়।
– এই লেনদেনগুলোকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে বিএফআইইউ।
তদন্তে আরও জানা গেছে, মুন্নী সাহার গুলশান-তেজগাঁও লিংক রোডে শান্তিনিকেতনের রোজাগ্রীণে একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান পাওয়া গেছে।
মুন্নী সাহা সাংবাদিকতা শুরু করেছিলেন ভোরের কাগজ দিয়ে। এরপর তিনি একুশে টেলিভিশন ও এটিএন বাংলায় কাজ করেন। জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে টেলিভিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সময় তার কাজ ব্যাপক প্রশংসিত হয়েছিল।
সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদারের মৃত্যুর ঘটনায় করা মামলায় মুন্নী সাহাসহ আরও ছয় সাংবাদিককে আসামি করা হয়েছে। মামলাটি নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম দায়ের করেছেন।
দুদক এবং বিএফআইইউ এই লেনদেনের বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
Leave a Reply