বিশেষ প্রতিবেদন :
আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি চ্যালেঞ্জ জানাতে মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সেইসঙ্গে আফগানিস্তানে মেয়ে ও নারীদের প্রতি তালেবানের দমন নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১২ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারী শিক্ষা বিষয়ক এক সম্মেলনে মালালা বলেন, আফগানিস্তানে তালেবানরা নারীদের মানুষ হিসেবে দেখে না। তিনি মুসলিম নেতাদের উদ্দেশে বলেন, তালেবানের নীতির মধ্যে ইসলামিক কিছু নেই।
রোববারের সম্মেলনে মালালা আরও বলেন, তালেবান সরকার আবার লিঙ্গ বর্ণবৈষম্যের ব্যবস্থা তৈরি করেছে। তালেবান সরকারের কড়া সমালোচনা করে মালালা বলেন, তালেবান নারী ও মেয়েদের শাস্তি দেওয়া শুরু করেছে।
নারী শিক্ষা নিয়ে কথা বলায় ২০১২ সালে ১৫ বছর বয়সে মালালাকে হত্যার লক্ষ্যে গুলি করে তালেবানের এক বন্দুকধারী। মালালা সেইসময় মাথায় গুলিবিদ্ধ হলেও ভাগ্যক্রমে বেঁচে যান।
এরপর থেকে দেশের বাইরে ছিলেন তিনি। ২০১৮ সালে প্রথমবার পাকিস্তানে ফেরেন। এ ছাড়া আরও বেশ কয়েকবার পাকিস্তানে আসেন মালালা।
রোববার সম্মেলনে মালালা বলেন, নিজ দেশে ফিরতে পেরে আমি অনেক খুশি এবং আনন্দিত। তিনি বলেছেন, নারীদের শিক্ষা বিমুখ করে রাখলে পাকিস্তানের জনগণের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন মালালা।
তিনি বলেন, এ সমস্যা মোকাবেলা করতে না পারলে গোটা সমাজই পিছিয়ে পড়বে। এর আগে গত শনিবার সম্মেলনের প্রথম দিন সেখানে বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
Leave a Reply