বিশেষ প্রতিবেদন :
ফেনী জেলার ফেনী সদর মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী দলিল আহম্মদ দুলাল ভূঁইয়া এবং মোঃ ইসমাইল হোসেন প্রকাশ মাসুদ’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি ২০২৫ ইং তারিখে র্যাব-৭ চট্টগ্রাম ফেনী জেলার ফেনী সদর মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর মডেল থানার মামলা নং-৪৫, তারিখ ১৯ মে ২০১৯, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১০ (ক) মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ ঈসমাইল হোসেন প্রকাশ মাসুদ ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন কাজিরবাগ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১২ জানুয়ারি ২০২৫ইং তারিখ আনুমানিক ১৩১০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ঈসমাইল হোসেন প্রকাশ মাসুদ (৩৭), পিতা-মোঃ ইউসুফ, সাং-ফলেশ্বর, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ সূত্রে বর্ণিত মামলায় ০১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে দীর্ঘ ০৬ বছর আত্মগোপন করে আসছিল।
অপর দিকে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার দাগনভূঁইয়া থানার সিআর মামলা নং-২০০/২২ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী দলিল আহম্মদ দুলাল ভূঁইয়া ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন জহিরিয়া মসজিদ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১২ জানুয়ারি ২০২৫ইং তারিখ আনুমানিক ১৯৫০ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী দলিল আহম্মদ দুলাল ভূঁইয়া (৫৫), পিতা-মৃত নুর ইসলাম ভূঁইয়া, সাং-লক্ষীপুর, থানা-দাগনভূঁইয়া, জেলা-ফেনী’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ সূত্রে বর্ণিত মামলায় ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী জেলার সদর মডেল এবং দাগনভূঁইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply