সরেজমিন প্রতিবেদন: ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের উসমানীয়া মাদ্রাসা সংলগ্ন মহাজন বাড়ী নিবাসী বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) মো: আবদুস সোবহানের উপর হামলা চালিয়েছে ফরিদ আহমদ।
বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) মো: আবদুস সোবহান ১৯৯৫ সালে বাংলাদেশ সেনাবাহীনির রাজশাহী সেনানিবাসের ৩৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে অবসর গ্রহন করেন। অবসরকালীন সময়ে তিনি নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছেন ।
এদিকে ফরিদ আহমদ স্থানীয় আওয়ামীলীগ এর রাজনীতির সাথে যুক্ত । তার স্ত্রী মোহসেনা আক্তার সাহানা বগাদানা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার । ফরিদ আহমদ স্থানীয় আওয়ামীলীগ এবং স্ত্রীর প্রভাব কাজে লাগিয়ে জনগনের উপর সব সময় খবরদারি করার চেস্টায় লিপ্ত থাকে।
বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) মো: আবদুস সোবহান কে ফরিদ আহমদ বলেন সোনালী ব্যাংক থেকে তিনি ৫০ হাজার টাকা লোন নিবেন । তিনি যেন ফরিদ আহমদ এর জামিনদার হন। কিন্তু সোনালী ব্যাংক এ গিয়ে জানতে পারেন যে ফরিদ আহমদ ২ লাখ টাকা লোন নিবেন । এ কথা জানতে পেরে সোবহান সাহেব জামিনদার হতে অনাগ্রহ প্রকাশ করেন। এ কারনে ফরিদ আহমদ সোবহান সাহেব এর উপর ক্ষিপ্ত হন।
গতকাল ৬ ফেব্রুয়ারী ২০২৪ উসমানীয়া মাদ্রাসা সংলগ্ন মহিউদ্দিনের চায়ের দোকানে ফরিদ আহমদ পুনরায় সোবহান সাহেবকে লোনের জামিনদার হতে অনুরোধ করেন । সোবহান সাহেব জামিনদার হতে পুনরায় অনাগ্রহ প্রকাশ করেন। এ সময় ফরিদ আহমদ সোবহান সাহেব এর উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারা শুরু করেন। এ সময় দোকান মালিক মহিউদ্দিন সোবহান সাহেবকে উদ্ধার করে মৌলানা রাকিবুল হাসান সহ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করেন ।
সকালে বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) মো: আবদুস সোবহান কে ফেনীর ভাইটাল-২ ক্লিনিকে এক্সরে করানোর জন্য ভর্তি করেন।
এ বিষয়ে বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলাউদ্দিন বাবুল বলেন যদি কেউ তাকে লিখিত ভাবে অভিযোগ করেন তবে তিনি আইন অনুযায়ী ব্যাবস্থা নিবেন।
Leave a Reply