বিশেষ প্রতিবেদন :
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া। যার বিপরীতে ১৪৬৬ জন সেনা সদস্যকে নিজেদের দেশে ফিরে এনেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যম তাস এ তথ্য জানিয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর, গত ২০২৪ সালে মোট ১০ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে দু’দেশ। যার বিপরীতে ১২৬৬ জন সেনাকে দেশে ফিরিয়ে এনেছে রাশিয়া। এর মধ্যে, গত বছরের ৩ জানুয়ারি ২৪৮ জন সৈন্য রাশিয়ায় ফিরেছিল। আর ৩১ জানুয়ারির মধ্যে আরও ১৯৫ জন ফিরে আসে।
এরপর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফিরে আসে ১০০ সেনা। মে মাস শুরুর হওয়ার আগ পর্যন্ত ফিরে ৭৫ জন ও ২৫ জুনের আগে আরও ৯০ জন। এরপর ১৭ জুলাইয়ের আগে ৯৫, ২৪ আগস্টের মধ্যে ১১৫, ১৪ সেপ্টেম্বর ১০৩, ১৮ অক্টোবর ৯৫ ও ৩০ ডিসেম্বর দেশে ফেরেন ১৫০ রুশ সেনা।
তার আগে, ২০২৩ সালেও সেনা সদস্যদের ফিরিয়ে আনে রাশিয়া। তারও আগে যুদ্ধ শুরুর প্রথম বছরে ইউক্রেন থেকে ৬২৮ জন সেনা সদস্য ফিরিয়ে এনেছিল দেশটি। আর এই যুদ্ধবন্দি কিংবা সেনা সদস্যদের ফিরিয়ে আনার ব্যাপারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত।
Leave a Reply