বিশেষ প্রতিবেদন :
ফেনী এবং হাটহাজারী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহমত উল্লাহ প্রকাশ মুরাদ এবং মোঃ দুলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
এরই ধারাবাহিকতায় গত ৩১ জানুয়ারি এবং অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রাম ফেনী সদর এবং হাটহাজারী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহমত উল্লাহ প্রকাশ মুরাদ এবং মোঃ দুলাল উদ্দিন ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী সদর মডেল থানার জিআর ৫৯৭/২,ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারনি ১০(ক) মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহমত উল্লাহ প্রকাশ মুরাদ ফেনী সদর থানাধীন লালপুল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ৩১ জানুয়ারি ২০২৫ইং তারিখ আনুমানিক ১৮১০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রহমতউল্লাহ প্রকাশ মুরাদ (২৮), পিতা- মৃত হাসু মিয়া,সাং- লালপুল, থানা-ফেনী সদর, জেলা ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ সূত্রে বর্ণিত মামলায় ০২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকর করে।
অপর অভিযানে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মামলা নং-০১(০৭)১৫ মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ দুলাল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন কোয়াইশ রোড় এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ দুলাল (৫০), পিতা-মৃত সুলতান আহম্মদ, সাং- উত্তর বুড়িশচর, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় ০২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী সদর মডেল এবং হাটাহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply