বিশেষ প্রতিবেদন :
ফেনীর সদর থানাধীন মধ্যম রামপুর এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ২৪ কেজি গাজাঁ উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে ঢাকার দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ০২১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে এসময় র্যাবের চেক পোস্টের দিকে আসা একটি সন্দেহজনক একটি Imperial Express নামীয় বাস গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে কৌশলে দুইজন ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী ১। মোঃ মিলন মিয়া, পিতা-ছিদ্দিক রহমান, সাং-শালবাগান, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি এবং ২। মোঃ মুশফিক হোসেন, পিতা- মোঃ রতন আলী, সাং-বোয়ালমারী, থানা-চোয়াডাঙ্গা সদর, জেলা-চোয়াডাঙ্গাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে বাসের মালামাল রাখার বক্সের ভিতর হতে ০১টি কালো রং এর ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রক্ষিত ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাজাঁ খাগড়াছড়ি এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply