বিশেষ প্রতিবেদন :
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০৩-০২-২০২৪ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ০১:
দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, দিনাজপুর হতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতালে রোগীদের সেবা প্রদানে বিভিন্নভাবে হয়রানি, যথাসময়ে খাবার সরবরাহ না করা সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। এছাড়াও টিম দেখতে পায় উক্ত হাসপাতাল প্রাঙ্গন অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর, অবহেলাজনিত কারণে বিভিন্ন যন্ত্রপাতি অকেজো হয়ে রয়েছে। অভিযানে প্রাপ্ত বিভিন্ন অনিয়মের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হলে তিনি তাৎক্ষনিকভাবে ৬ জন কর্মচারী বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেন। টিম ২০২২-২৩ অর্থবছরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন এক্সটেনশন ও আইসিইউ ইউনিট স্থাপন প্রকল্প সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
অভিযান ০২:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা, ঢাকায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাগনের মঞ্জুরিকৃত সিলেকশন গ্রেড ও উচ্চতর গ্রেডের বকেয়া বেতন ভাতা প্রদান না করে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট নথি পর্যালোচনান্তে দেখা যায় যে, সংশ্লিষ্ট প্রকল্পে যুক্ত মোট ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী মহামান্য আদালতে দায়েরকৃত রিট -এর আদেশ অনুযায়ী রাজস্ব খাত ভুক্ত হন। টিমের নিকট পরিলক্ষিত হয় যে অভিযোগকারী কর্মকর্তা-কর্মচারীগণের দাবিকৃত ও প্রাপ্য সিলেকশন গ্রেডের ভাতাদি প্রদান না করে তাদের আবেদনসমূহ অধিকতর যাচাইয়ের জন্য বিবেচ্য মর্মে অননুমোদন করা হয়। তবে একই সময়ে সিলেকশন গ্রেডের ভাতার প্রাপ্যতা অনুযায়ী অপর এক কর্মকর্তার ভাতাদি রাজস্ব বাজেট হতে পরিশোধ করা হয় মর্মে টিম তথ্যাদি যাচাইয়ে প্রত্যক্ষ করে। এক্ষেত্রে অনিয়ম, হয়রানি বা অনৈতিক লেনদেন হয়েছে কি না তা যাচাইয়ের নিমিত্ত টিম কর্তৃক এ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
অভিযান ০৩:
টাঙ্গাইলের মধুপুরে সরকারি জমি দখল করে ক্ষমতার অপব্যবহারপূবর্ক ব্যক্তি মালিকানাধীন কলেজ নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রাক্কালে অভিযোগে বর্ণিত মুশুদ্দি রেজিয়া কলেজ সরেজমিনে পরিদর্শন করা হয়। পরবর্তীতে উক্ত কলেজের দলিল, পর্চা, খতিয়ানসহ অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলা হয়। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
Leave a Reply