বিশেষ প্রতিবেদন :
ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের সকল সরকারী আধা সরকারি স্বায়ত্বশাসিত মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বেতন স্কেল করতে যাচ্ছে সরকার।
আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, চলমান অর্থবছরে ৬০০ জনকে প্রায় ২ কোটি ক্ষুদ্র ঋণ দেয়া হয়েছে। এছাড়াও ৪ হাজার ৬২০ জনকে ২ কোটি ৩০ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, বেসরকারী ও ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত সক্ষম মসজিদগুলোকেও পে স্কেলের আওতায় আনা যায় কিনা ভাবা হচ্ছে।
Leave a Reply