বিশেষ প্রতিবেদন :
ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভায় বকুল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে বিএনপি জাতীয নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে আমরা অর্ন্তবর্তীকালিন সরকার পেয়েছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় ঘটিয়ে আমরা অর্ন্তবরতীকালিন সরকার পেয়েছি। অর্ন্তবরতীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা কিন্তু সংস্কারের দোহাই দিয়ে জনগণের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করা হলে আমরা তা সর্মথন করবো না।
নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বকুল আরো বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো। তিনি বলেন, বিএনপির ঐক্যবিনষ্ট করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। সকলকে ওই ষড়যন্ত্রকারীদের ব্যাপরে সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে অবশ্যই তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সবার আগে বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সমন্বয়ক মুনতাসির মামুন সাজু, বেগম রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন করীব, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, অঅবু সাঈদ হাওলাদার আব্বাস, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলুবুর রহমান মিতুল সহ বিভিন্ন ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
Leave a Reply