বিশেষ প্রতিবেদন :
বিএনপি ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের চল্লিশা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৮ হাজার বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ নিয়ে এই স্মরনসভার আয়োজন করেন তাঁর সন্তান বিএনপি নেতা সাঈদ আল নোমান।
নগরীর দি কিং অব চিটাগং কনভেনশন হলে এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যন মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকার, লায়ন আসলাম চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মেয়র ডাক্তার শাহাদত হোসেন, এম নজিম উদ্দিন, আবুল হাসেম বক্কর, সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, অ্যাডভোকেট বদরুল আনোয়ার, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল, আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদালয়ের শিক্ষক নেতাগণ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম ও চট্টগ্রাম বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনায় আরও অংশ নেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী।
Leave a Reply