বিশেষ প্রতিবেদন :
রাজধানীর মতিঝিলে ছুরিকাঘাতে আয়েশা খান মনি হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো. মাসুদ হাওলাদার (৪৬) কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ ।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৬:০০ ঘটিকায় শরীয়তপুর জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মামলার বাদি ও ভিকটিমের স্বামী মো. নাসির উদ্দিন মামুন ঢাকা ব্যাংক, মতিঝিল শাখায় চাকুরি করেন এবং চাকুরির পাশাপাশি অফিস শেষে অবসর সময়ে ফাস্ট ফুডের দোকান পরিচালনা করেন । পৈত্রিক বাড়িতে স্থান সংকুলান না হওয়ায় তিনি পার্শ্ববর্তী দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। আনুমানিক দুই বছর পূর্বে পারিবারিক ছোটখাট বিষয় নিয়ে আসামি মাসুদের স্ত্রী সাথে ভিকটিম মনির ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত ০৬ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ১১:১৫ ঘটিকার সময় আসামি মাসুদ দক্ষিণ কমলাপুরস্থ কবরস্থান গলির মধ্যে বাদীর ভাড়া দোকানের সামনে ভিকটিম মনিকে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ, হাসপাতালে নেওয়া হলে বেলা আনুমানিক ১২:০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী মো. নাসির উদ্দিন মামুন বাদী হয়ে ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন ।
গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply