1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মগবাজারে চাঞ্চল্যকর ছিনতাইসহ খুনের ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, ডিবি কর্তৃক গ্রেফতার দুই হঠাৎ বিসিবিতে অভিযানে দুদক সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন আরাকান আর্মির বাধায় ইয়াঙ্গুন থেকে টেকনাফ বন্দরে পণ্য আমদানি বন্ধ সারাদেশে নানা আনন্দ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন অবিশ্বাস্য জয়ের ম্যাচে জোড়া বিশ্বরেকর্ড রিতু-নাহিদার প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমির এবার ইউক্রেনে ৫০০০০০ কামানের গোলা পাঠানোর ঘোষণা জার্মানির বিএনপি এক আশ্চর্য রকম ফাঁদে পড়েছে- শফিকুল ইসলাম মাসুদ,শিবির সাবেক সভাপতি মেরিন সিটি হাসপাতালে অধ্যাপক ডা. কামাল উদ্দিনের অধীনে গিয়াসউদ্দিনের দ্বিতীয় ফলোআপ সম্পন্ন

এবার ইউক্রেনে ৫০০০০০ কামানের গোলা পাঠানোর ঘোষণা জার্মানির

  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার জন্য ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনে ৫০০০০০ কামানের গোলা পাঠাবে জার্মানি।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, জার্মানির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ঘোষণা করেছেন, ইউক্রেনে মোট ২০ লাখ রাউন্ড গোলাবারুদ সরবরাহের জন্য ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগের অংশ হিসেবে বার্লিন কিয়েভে ৫ লাখ কামানের গোলা পাঠাবে।

লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে বেয়ারবক সাংবাদিকদের বলেন, এই সমাবেশটি সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার শেষ ইইউ কাউন্সিল অধিবেশন হবে। কারণ, জার্মানি বর্তমানে একটি নতুন সরকার গঠন করছে, যার ফলে তার দলকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনের জন্য অতিরিক্ত দীর্ঘমেয়াদী সামরিক সহায়তার রূপরেখাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে চারটি ‘IRIS-T’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ৩০০টি গাইডেড মিসাইল এবং ১০০টি রাডার ইউনিট সরবরাহ।

প্যাকেজটিতে ১৫টি ‘Leopard 1A5’ ট্যাঙ্ক, ২৫টি মার্ডার পদাতিক যুদ্ধযান, ১৪টি আর্টিলারি বন্দুক, ৩০০টি রিকনেসান্স ড্রোন এবং প্রায় ১০০০০০টি আর্টিলারি শেলও থাকবে।

যুক্তরাষ্ট্রের পরে জার্মানি ইউক্রেনে সামরিক সহায়তার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী। সংঘাত শুরু হওয়ার পর থেকে বার্লিন সামরিক, আর্থিক এবং মানবিক সহায়তায় প্রায় €44 বিলিয়ন অবদান রেখেছে।

রাশিয়া বারবার ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার নিন্দা করেছে। মস্কো দাবি করেছে, অব্যাহত অস্ত্র সরবরাহ কেবল সংঘাতকে দীর্ঘায়িত করবে।

প্রসঙ্গত, সম্প্রতি ব্রাসেলসে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা গ্রুপের বৈঠকে কিয়েভের জন্য ৪৫০ মিলিয়ন পাউন্ডের নতুন সামরিক সহায়তা ঘোষণা করে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে কয়েক হাজার ড্রোন ও অ্যান্টি-ট্যাংক মাইন।

ইউক্রেনের জন্য ঘোষিত প্যাকেজে কয়েক হাজার ড্রোন ছাড়াও রাডার সিস্টেম, যুদ্ধযান মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৬০ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে। এছাড়া যুক্তরাজ্যর নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের আওতায় থকছে অতিরিক্ত ৩৫০ মিলিয়ন পাউন্ড।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com