বিশেষ সংবাদ:
সারাদেশের প্রত্যন্ত গ্রামীণ জনপদে সঞ্চয় আদায় ও স্বল্প সুদে ব্যাংকিং সেবা প্রদান করাই পল্লী সঞ্চয় ব্যাংক এর মূল উদ্দেশ্য । দেশের প্রতিটি উপজেলাতেই রয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা । এ পর্যায়ে নতুন গঠিত দশটি উপজেলাতে স্থাপন করা হবে নতুন শাখা ।
পল্লী সঞ্চয় ব্যাংক এর আরো দশটি শাখা খুলতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৮ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি: তারিখে পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব শেখ জামিনুর রহমান বরাবর লিখিত এক পত্রের মাধ্যমে বিষয়টি অবগত করা হয়। চিঠিটি প্রেরণ করেন বাংলাদেশ ব্যাংক এর যুগ্মপরিচালক জনাব আব্দুর রাজ্জাক।
নতুন শাখা গুলো হল কর্ণফুলী শাখা- চট্টগ্রাম, নলডাঙ্গা শাখা – নাটোর, ওসমানীনগর শাখা- সিলেট, তারাকান্দা শাখা- ময়মনসিংহ, গুইমারা শাখা – রাঙ্গামাটি, ডাসার শাখা –মাদারীপুর, ঈদগাঁও শাখা- কক্সবাজার, মধ্যনগর শাখা-সুনামগঞ্জ, লালমাই শাখা- কুমিল্লা এবং শায়েস্তাগঞ্জ শাখা – হবিগঞ্জ ।
নতুন প্রতিটি শাখা উল্লেখিত উপজেলার উপজেলা কমপ্লেক্স এর ভিতরে স্থাপন করা হবে ।প্রতিটি শাখার নির্মাণ ব্যায় পল্লী সঞ্চয় ব্যাংক কতৃপক্ষকে বহন করতে হবে। প্রতিটি শাখার নিরাপত্তা বিধান পল্লী সঞ্চয় ব্যাংক কতৃপক্ষকে করতে হবে।
Leave a Reply